অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তেরো মাস ভারতের কারাগারে কারাভোগ শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফিরেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬ মৎস্যজীবী।
ফিরে আসা মৎস্যজীবীরা হলেন রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫) মীর জাফর আলী (৪৫) বকুল মিয়া (৩২) আমীর আলী (৩৫) চান মিয়া (৬০) তাঁদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। তাঁদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
ভারতের কিল্লাপারা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবির ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, কারাভোগ শেষে ফেরতকৃতরা গত বছরের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে পুলিশে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে ভারতের কারাগারে পাঠানো হয়।

