আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামপুরে ধানক্ষেতে ৩৭ লাখ টাকার সেতু

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

ইসলামপুরে ধানক্ষেতে ৩৭ লাখ টাকার সেতু

৩৭ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে ব্রিজটি। অথচ এখন কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। সংযোগ সড়ক আর রাস্তা ছাড়া কেন সেতুটি নির্মাণ করা হলো, জানেন না স্থানীয়রা।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা গেছে, উপজেলার কাচিহারা এলাকায় ধানক্ষেতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের দুই পাশে নেই সংযোগ সড়ক। তাই ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না।

২০২৩ সালে জামালপুরের ইসলামপুর পৌরসভার আলাই খালের ওপর নির্মাণ করা হয় ব্রিজটি। সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রশস্ত এই সেতুটি ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা ব্যয়ে নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কথা এন্টারপ্রাইজ।

জানা গেছে, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের নিজের লোক দিয়ে ব্রিজটি নির্মাণ করেছেন। যেখানে ব্রিজটি নির্মাণ করার কথা ছিল, সেখানে লোকজন বাধা দিলে অন্য জায়গায় এটি নির্মাণ করা হয়। সেখানে কোনো সংযোগ সড়ক ছিল না।

এ বিষয়ে কথা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলাল উদ্দিন জানান, আমার প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করেনি। এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।

পৌর প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, সেতুটি সরেজমিন দেখে সংযোগ সড়ক করার পদক্ষেপ নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন