আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার ডাউকি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত রোকন উদ্দিন ভূঞা (৬০) সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ডাউকি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রোকন উদ্দিন ভূঞা অটোরিকশায় করে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। ডাউকি মসজিদের সামনে আসার পর একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জন তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয়দের মতে, কয়েক দিন আগে রোকনের ভাতিজা সজিব ও তাইজ্জত আলীর ছেলে রাকিবের মধ্যে কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই পূর্ব বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাতেই সান্দিকোনার সাহিতপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা রোকন উদ্দিন ভূঞার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রোকন উদ্দিন ভূঞার পরিবারের পক্ষ থেকে ঘটনার পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন