আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্বধলায় যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
পূর্বধলায় যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোনা পূর্বধলায় কাকন মিয়া (২৮) নামে এক রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কাকন মিয়া দাপুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং গৌরীপুর রেলওয়ে স্টেশনে পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাকন মিয়া দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন