ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২৮) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন (ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও আজকের ময়মনসিংহ), সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (আমার দেশ) ও কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু (নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন।
শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আতাউর রহমান তরফদার (সংবাদ), এমএ সামাদ মিয়া (দৈনিক সবুজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু (আজকের পত্রিকা), ক্রীড়া সম্পাদক পদে মোবাশ্বারুল ইসলাম সবুজ (দিগন্ত বার্তা), সাহিত্য সম্পাদক পদে আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন ও এটিএন নিউজ) ও দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন সংবাদ) নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল (ইনকিলাব), কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), কামরুল এহসান চন্দন (জনকণ্ঠ) ও শাহাব উদ্দিন (দৈনিক গণমুখ)। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এমএ মালেক খান উজ্জ্বল (সমকাল), রফিকুল ইসলাম হিরণ (সপ্ত মহাদেশ) ও রতন রায় (দৈনিক সবুজ)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

