আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরগঞ্জে ৬ ক্যাসিনো জুয়াড়ি আটক

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

কিশোরগঞ্জে ৬ ক্যাসিনো জুয়াড়ি আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ৬ অনলাইন ক্যাসিনো জুয়াড়িকে সোমবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় প্রত্যেকের কাছ থেকে ক্যাসিনো খেলার অ্যাপসসহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেন।

বিজ্ঞাপন

আটকরা হলেন, ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব মিয়া (১৮), মোজাফফর হোসেনের ছেলে নুর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), নিতাই গাংবের গ্রামের আনজু মিয়ার ছেলে শাহিন আলম (২৪), মৃত সিদ্দিকুল আলমের ছেলে আব্দুল আজিজ (২৩) ও মজির আলীর ছেলে মানিক মিয়া (২৮)।

কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, সাইবার সুরক্ষা আইন (অনলাইনে ক্যাসিনো খেলার অপরাধে) দায়ের করা মামলায় আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...