আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটে নজর রাখবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

স্টাফ রিপোর্টার

ভোটে নজর রাখবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের অনুমোদন অনুযায়ী, তারা ভোটের দিন মাঠপর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি প্রায় ৫০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন ভোটাররা।

ইসি থেকে জানা গেছে যে, দেশীয় বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এবার ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। তাদের দায়িত্ব হবে ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের অংশগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তারা ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করবেন, যা পরবর্তীতে কমিশনের কাছে জমা দেওয়া হবে।

দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি প্রতিনিধিরা ভোটের দিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোটগ্রহণের কার্যক্রম দেখবেন। কমিশন বলছে, এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে আস্থা বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...