আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় সড়কে ধস, হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগ

আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
ফুলবাড়ীয়ায় সড়কে ধস, হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চান্দের বাজার সড়কের বেহাল দশা। এখন আর কেবল সাধারণ ভোগান্তি নয়, এটি এক চরম দুর্ভোগের করুণ চিত্র। প্রকৃতির রোষ আর কর্তৃপক্ষের উদাসীনতায় যেন এক ভয়ংকর পরিণতি।

ফুলবাড়ীয়া পৌরসভার চান্দের বাজার থেকে আমতলী ব্রিজ পর্যন্ত সড়কের বেশকিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে চান্দের বাজারের পশ্চিম পাশে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে ফুলবাড়ীয়া চান্দের বাজারের হাজারো মানুষ এক দুর্বিষহ যাতায়াত ব্যবস্থার জালে আটকে পড়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন একটি বিপজ্জনক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বিশাল গর্ত আর ধসে যাওয়া অংশগুলো দিয়ে চলাচল করা যেন জীবনের ঝুঁকি। তাই প্রায় তিন সপ্তাহ ধরে এলাকাবাসী সড়কে বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।

ফুলবাড়ীয়া পৌরসভার ৫নং ওয়ার্ডসহ অনেকগুলো গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করতো। কিন্তু এখন সামান্য হাঁটাও বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড আখালিয়া নদী খনন করার সময় নদীর তীর খাড়া করে কাটায় সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা বলেন, “গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বিপজ্জনক অবস্থার সমাধানে কারও কোনো নজর নেই। আমরা দ্রুত এর সমাধান চাই।” কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই সড়কের বেহাল দশা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এর সমাধানে কেউ এগিয়ে আসছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন