পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৫: ০২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ফারিয়া রহমান নীহার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

নিহত ফারিয়া রহমান নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। সে কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার বিকেলে বাবা-মার সাথে পাকুন্দিয়া উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ (ব্রহ্মপুত্র নদপাড়) এলাকা ঘুরতে যায় দুই বোন কাশ্মির রহমান নীলা (১৭) ও ফারিয়া রহমান নীহা (৯)। সেখানে ঘোরার একপর্যায়ে ছোট নৌকায় চড়েন তারা। পরে নৌকাটি হঠাৎ উল্টে গেলে পানিতে ডুবে যান চারজন। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করলেও নদে ডুবে নিখোঁজ

হন ছোট মেয়ে নীহা। পরে উদ্ধারকৃতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাশ্মির রহমান নীলাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেন বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়াসহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে বেড়িবাঁধ এলাকায় সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ থাকবে। নৌকাডুবিতে দুই বোনের মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। ওই এলাকাটি যাতে সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় তা নিশ্চিত করে পুনরায় চালু করা হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত