ময়মনসিংহ অফিস
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।
রবিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২৯২৫-২০২৬) শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে নির্বিচারে জমি ইজারা দেয়া যাবে না। শুধুমাত্র মৎস্য ব্যবস্থাপনায় জড়িতদের মধ্যেই এ ইজারা সীমাবদ্ধ রাখতে হবে।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে ফরিদা আখতার আরো বলেন, ‘সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া, রাজনৈতিক দলগুলোও নির্বাচন চেয়েছিল। এখন বাইরে কে কী বলছে, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কৃষিতে যেভাবে সরকার ভর্তুকি দিয়ে থাকে, ঠিক তেমনি মৎস্য খাতের চাষীরাও ভর্তুকি পাওয়ার যোগ্য।
তিনি বলেন, ‘কৃষিতে যেমন খাদ্য উৎপাদন হয়, মৎস্য খাতেও খাদ্য উৎপাদন হয়। তাই মৎস্য উদ্যোক্তারা ভর্তুকি বা অন্যান্য সুবিধা পায়, সে বিষয়েও মন্ত্রণালয় কাজ করছে।’
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।
রবিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২৯২৫-২০২৬) শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে নির্বিচারে জমি ইজারা দেয়া যাবে না। শুধুমাত্র মৎস্য ব্যবস্থাপনায় জড়িতদের মধ্যেই এ ইজারা সীমাবদ্ধ রাখতে হবে।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে ফরিদা আখতার আরো বলেন, ‘সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া, রাজনৈতিক দলগুলোও নির্বাচন চেয়েছিল। এখন বাইরে কে কী বলছে, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কৃষিতে যেভাবে সরকার ভর্তুকি দিয়ে থাকে, ঠিক তেমনি মৎস্য খাতের চাষীরাও ভর্তুকি পাওয়ার যোগ্য।
তিনি বলেন, ‘কৃষিতে যেমন খাদ্য উৎপাদন হয়, মৎস্য খাতেও খাদ্য উৎপাদন হয়। তাই মৎস্য উদ্যোক্তারা ভর্তুকি বা অন্যান্য সুবিধা পায়, সে বিষয়েও মন্ত্রণালয় কাজ করছে।’
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে