গফরগাঁওয়ে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কালাম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৫: ৫৫
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৫: ৫৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম (৩২)।

বিজ্ঞাপন

পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী কালাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ইফতারের পূর্বে অভিযান পরিচালনা করে কালামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী আওয়ামী লীগের দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় ভীতি সৃষ্টি করে দখল, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর গা-ঢাকা দেয় কালাম। দীর্ঘ প্রায় আট মাস পর এলাকায় ফিরে এসে ঘাপটি মেরে ছিল।

গফরগাঁও পৌর শ্রমিক দলের আহ্বায়ক আল আমিন জনি বলেন, সাবেক এমপি স্বৈরাচার বাবেলের অন্যতম ক্যাডার কালাম বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ চাঁদার জন্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতেন।

কালাম গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত