ফুলবাড়িয়ায় অপচিকিৎসায় তরুণীর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৪: ৫৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অপচিকিৎসার শিকার হয়ে এক তরুণীর মৃত্যুর ঘটনায় তথাকথিত পল্লীচিকিৎসককে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত তরুণীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ই আগস্ট রাতে উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামের বাসিন্দা রমেন চন্দ্র দাসের ২২ বছর বয়সী মেয়ে রীতা রানী দাস বিষ পান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী আছিম বাজারের ‘প্রত্যাশা মেডিকেল সেন্টার’-এ নিয়ে যান। সেখানে পল্লীচিকিৎসক সুনীল কুমার সরকার দুইদিন রেখে তার চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, এই দুইদিনে রীতার শারীরিক অবস্থার অবনতি হলে সুনীল কুমার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথেই রীতার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া সুনীল কুমার সরকার একজন নিবন্ধিত (রেজিস্টার্ড) চিকিৎসক নন এবং এ ধরনের চিকিৎসার জন্য তার কাছে প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না। পুলিশের দাবি, চিকিৎসকের অবহেলার কারণেই এই তরুণীর জীবনহানি হয়েছে।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, হরমোনজনিত সমস্যার কারণে রীতা ছেলেদের পোশাক পরতেন এবং কোনো প্রকার অভিমান ছাড়াই বিষ পান করেছিলেন। তারা মনে করেন, চিকিৎসকের অবহেলার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত