ময়মনসিংহে শহীদ জিয়া টেকনিক্যাল কলেজের এমপিও আটকা ৬ বছর

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০০: ৩৭

শর্ত পূরণে ব্যর্থতার কারণ দেখিয়ে ২০১৮ সালে ময়মনসিংহ সদরের শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিও স্থগিত করে পতিত আওয়ামী সরকার। এতে চরম বিপাকে পড়েন ১০ জন শিক্ষক-কর্মচারী। নামের কারণেই ওই সরকার কলেজটির বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

বিজ্ঞাপন

তবে কলেজটির কিছু শর্ত পূরণেও ঘাটতি আছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দাবি। যদিও ভুক্তভোগী প্রতিষ্ঠানের অধ্যক্ষের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় এবং অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামার আলোকে স্থগিতকৃত এমপিও ছাড়করণের বিষয়ে সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সুপারিশটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পড়ে আছে বলে জানা গেছে।

১৫ মে মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশপত্রে বলা হয়, কলেজটিতে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় এবং প্রতিষ্ঠানের নিজস্ব জমি ও ভবন না থাকায় প্রতিষ্ঠানটির এমপিও স্থগিতের নির্দেশনা পাওয়া যায়। এরপর নিয়োজিত ১০ জন শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক পত্রে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা বর্তমান এমপিও নীতিমালার আলোকে সব শর্ত পূরণ করেছে কি না এবং স্থগিত করা এমপিও পুনরায় চালু করা যাবে কি না সে বিষয়ে মতামত দেওয়ার অনুরোধ করা হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্যগুলো এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামার আলোকে ওই প্রতিষ্ঠানের স্থগিত করা এমপিও ছাড়করণের বিষয়ে নির্দেশনা চেয়ে সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হয়। তবে, প্রেরিত পত্রের বিষয়ে কোনো নির্দেশনা অদ্যাবধি এ অধিদপ্তরে পাওয়া যায়নি।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ তৌফিকুল আজমের করা রিট পিটিশন নং-১৫৯৯৯/২০১৮-এর গত ১৯ মার্চের রায়ের কপি অধিদপ্তরের আইন শাখায় পাঠানো হয়। রায়ে ৩০ দিনের মধ্যে এমপিও ছাড়ের নির্দেশ দেয় হাইকোর্ট।

এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ তৌফিকুল আজম বলেন, 'হাইকোর্টের রায় ও কারিগরি অধিদপ্তরের সুপারিশের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। এতে আমরা চরম হতাশায় আছি।'

তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (এমপিও) মো. আব্দুল হান্নান আমার দেশকে জানান, 'বিধি মোতাবেক শর্ত পূরণ করলেই কলেজটির এমপিও অনুমোদন দেওয়া হবে।' সূত্রমতে, ২০০৩ সালে প্রতিষ্ঠিত কলেজটির এমপিও হয় ২০০৪ সালে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত