ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭: ২৬

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ইউ-টার্নে একটি ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আনছার আলী (৭০) ঘটনাস্থলেই নিহত হন এবং ৪ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত আনছার আলী ভালুকার বড়চালা গ্রামের মুনসুর আলীর ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, গত ১৭ আগস্ট (রোববার) বিকেলে ভালুকা উপজেলার কাঁঠালী-মল্লিকবাড়ি সড়কে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশির (২০) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

নিহত শিশির উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত