বকশীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২: ৪০

জামালপুরের বকশীগঞ্জে পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে এক শিশুর রক্তাক্ত লাশ।

বিজ্ঞাপন

উপজেলার কামালপুর খামার গেদরা থেকে মামুন মিয়া (২২) ও পৌর এলাকার মৌলভীপাড়া থেকে ইয়ার হোসেন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ । এছাড়া নতুন টুপকারচর এলাকায় বিষাক্ত সাপের ছোবলে আব্দুল হামিদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের নিজ বসতঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় মামুন মিয়ার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত মামুন মিয়া স্থানীয় খামার গেদরা গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে।

এর আগে রোববার সন্ধ্যায় মালিরচর মৌলভীপাড়া গ্রাম থেকে শিশু ইয়ার হোসেন হঠাৎ নিখোঁজ হন। রাতভর তাকে খোঁজাখুঁজি করেন তার মা আনেজা বেগম ও স্বজনরা। পরদিন দুপুরে স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু ইয়ার হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত ইয়ার হোসেন স্থানীয় মৌলভীপাড়া গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে।

এছাড়া সোমবার ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে ছাগল চরাতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আহত হন আব্দুল হামিদ (৪৮)। আহত অবস্থায় তাকে গ্রাম্য কবিরাজের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করলে অবস্থার আরও অবনতি হয়। পরে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল হামিদ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

সাপের ছোবলে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পৃথক ঘটনায় মারা যাওয়া শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত