আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহনগঞ্জ সড়ক পরিবহন নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক বারিন

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

মোহনগঞ্জ  সড়ক পরিবহন নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক বারিন

মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রিবার্ষিক নির্বাচনে মো. গোলাম কিবরিয়া শামীম ৮০৮ ভোট পেয়ে সভাপতি ও মো. বাবুল হোসেন বাবলু ৮৭২ ভোট পেয়ে কার্যকরী সভাপতি এবং মো. বারিন কার্ণায়েন ৯০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শাখার অফিস প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ভোট দিয়েছেন পরিবহন শাখার প্রায় ১৭০০ সদস্য।

১০ পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য পদে বিজয়ী হয়েছেন- মো. আতিকুল ইসলাম (সহ-সভাপতি), যুগ্ম সম্পাদক মো. আমিরুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আল মুজাহিদ, প্রচার সম্পাদক মো. জুলহাস, কোষাধ্যক্ষ পদে মো. মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. রাসেল।

ভোট গণনা শেষে রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা শ্রমিক পরিবহন নির্বাচন কমিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন