নেত্রকোণায় পূজামণ্ডপে হামলা, আহত ১০

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৬: ০১
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৬: ০২

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে একদল দুষ্কৃতিকারীর অতর্কিত হামলায় সনাতন ধর্মাবলম্বী অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পূজাকমিটির সভাপতিও রয়েছেন।

পূজামণ্ডপ কমিটির সদস্যদের সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খুরশিমূল বাজারের পাশের একটি বাড়িতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পূজা কমিটির সভাপতি অসিত চন্দ্র দাস জানান, অত্র ইউনিয়নের পেরিরচর ও সিয়াধার গ্রামের ১০-১২ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তিনি বলেন, “রাত ১টার দিকে সিয়াধার গ্রামের তুর্জয় (২৫), মেহেদী হাসান (২৪) এবং পেরিচর গ্রামের মুন্না (২৬), রানা ও অন্তর সহ ১০-১২ জন মণ্ডপে মাইকে গান বাজিয়ে নাচানাচি শুরু করে। আমি সহ অন্যান্যরা তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

অসিত চন্দ্র দাস আরও জানান, বাঁশের লাঠি দিয়ে আঘাত করায় তাঁর হাতের হাড় ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

আহতদের মধ্যে অজয় দাস বলেন, “আমি ওদের সবাইকে চিনি। তাই ওদের হাতে-পায়ে ধরে বলছিলাম, ‘বাবা, এটা আমাদের ধর্মীয় উৎসব, তোমরা বিশৃঙ্খলা করো না।’ কিন্তু ওরা আমার মাথায় আঘাত করে আমাকে রক্তাক্ত করে।”

হামলায় আহত অন্যরা হলেন, অনন্ত চন্দ্র দাস (২০), সুমন চন্দ্র দাস (২১), সত্যজিত চক্রবর্তী (২৭), নিরব দাস (১৭), পরিতোষ চন্দ্র দাস (২১), জয় দাস (২৫) এবং সৈকত দাস (২২) প্রমুখ।

খুরশিমূল গ্রামের ৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আলয় দে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, “আমরা সনাতন ধর্মের লোক হওয়ায় ওরা বারবার আমাদের এভাবে নির্যাতন করে আসছে। আমরা এর চূড়ান্ত বিচার চাই।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যথা সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত