আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনিয়ম ঢাকতে প্রকল্পের নাম পরিবর্তন

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

অনিয়ম ঢাকতে প্রকল্পের নাম পরিবর্তন

নেত্রকোনার মদনে টিআর, কাবিটা/কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কিছু স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে।

উপজেলার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায়, নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের টাকা ভাগবাঁটোয়ারা করে নিয়ে নেয় প্রকল্প কমিটির লোকজন। ২০২৪-২৫ অর্থবছরের টিআর-কাবিটা প্রকল্পের আওতায় নায়েকপুর ইউনিয়নে ‘বাঁশরী পাকা রাস্তা হতে মোয়াটি পর্যন্ত এবং মোয়াটি মোড় হতে বাস্তা মাদরাসা পর্যন্ত’ দেড় কিলোমিটার রাস্তায় মাটি ভরাটের জন্য ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

কিন্তু, দেড় কিলোমিটার রাস্তার মধ্যে আধা কিলোমিটার (প্রায়) রাস্তার কাজ সম্পন্ন করে অর্থাৎ এক কিলোমিটার (প্রায়) রাস্তা বাকি রেখেই প্রকল্পের কাজ শেষ করে।

এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে, তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই আধা কিলোমিটার (প্রায়) রাস্তার ভেতরেই বরাদ্দের পরিমাণ ঠিক রেখে উক্ত দুই প্রকল্পের নাম পরিবর্তন করেন।

প্রকল্প দুটির নতুন নাম দেন ‘বাঁশরী ধুরজান খালের ব্রিজ হতে হেকিমের বাড়ি এবং মোয়াটি বহসনী খালের পাকা রাস্তা হতে নওবাড়ী ব্রিজ ভায়া হেকিমের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। দেড় কিলোমিটার(প্রায়) মধ্যে এক কিলোমিটার (প্রায়) রাস্তা সংস্কার কাজ কমলেও, কমেনি প্রকল্পের বরাদ্দ।

অন্যদিকে, চন্দ্রতলা ঈদগাঁহ মাঠ হইতে চন্দ্রতলা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিলেও বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি।

ইউএনও অলিদুজ্জামান জানান, টিআর-কাবিটা প্রকল্পের সার্বিক কাজের প্রতিবেদন আমার কাছে জমা দিতে পিআইওকে বলেছি। তারপর আইনগত ব্যবস্থা নিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন