গফরগাঁওয়ে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিল ছাত্র-জনতা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৯

সারাদেশের ন্যায় এবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করল বিক্ষুব্ধ ছাত্রজনতা। শুক্রবার গফরগাঁও পৌর এলাকার জামতলা মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল হাতুড়ি ও হ্যামার দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ফ্যাসিবাদের আস্তানা গফরগাঁওয়ে হবে না, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিজ্ঞাপন

ম্যুরাল ভাংচুরের বিষয়ে ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ সাদেক বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। এই খুনি হাসিনা যদি ফের বিদেশে বসে উসকানিমূলক বক্তব্য দেয় তাহলে আর বাংলাদেশের মানুষ কোনোভাবেই সহ্য করবে না।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত