চালককে কুপিয়ে ট্রাকভর্তি রড লুট, ৭ ডাকাত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১২

ময়মনসিংহে চালককে কুপিয়ে ট্রাকভর্তি রড লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে এসপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। এর আগে, রোববার রাতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- মো. শরীফ হোসেন, নাঈম আহম্মেদ, মো. ইয়াসিন, মো. রাজন, মো. হাসান, মামুন মিয়া ও ইদ্রিস আলী। তারা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ২৯ জানুয়ারি বিকেলে রাজীব পরিবহনের একটি ট্রাকে চট্টগ্রাম থেকে ১৫ টন রড নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা দেন চালক জুয়েল। পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে আরেকটি খালি ট্রাক।

ওই সময় খালি ট্রাক থেকে বেরিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ট্রাকচালককে কুপিয়ে জখম করেন পাঁচ ডাকাত সদস্য। পরে চালকের সহকারীকে ধাক্কা দিয়ে ফেলে ট্রাকভর্তি রড নিয়ে পালিয়ে যান তারা। এরপর ভালুকার ধীতপুর বাওয়ারগ্রাম এলাকা থেকে রডসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা করেন রাজীব পরিবহনের ম্যানেজার মো. লুৎফর রহমান। এর পরিপ্রেক্ষিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত