
ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট
এসময় ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা আক্তার (৩৮) চিৎকার শুরু করলে তাকে লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে ঘরের মেইন দরজা খুলে ১০/১২ জনের ডাকাতদল ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আই ফোন ও সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়।























