যশোর সদরে দুর্ধর্ষ ডাকাতি

আমরা চোর না-ডাকাত, চিৎকার করলে একেবারে শেষ করে দেবো

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ৩২

যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড়ে একটি বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে ডাকাতদল বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও দশ ভরি স্বর্ণ নিয়ে যায়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত গৃহবধূ হাবিবা রহমান বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের লাইট জ্বলতে দেখে তার ঘুম ভেঙে যায়। দেখেন মুখোশ পরা ৩-৪ ব্যক্তি ঘরের ভেতরে দাঁড়ানো। ওই ঘরে তিনি ও তার মাদরাসা-পড়ুয়া মেয়ে ছিলেন। তিনি চিৎকার দিতে গেলে ডাকাতরা বলে,‘আমরা চোর না,ডাকাত। চিৎকার করলে একেবারে শেষ করে দেবো। তোর মেয়েরও সর্বনাশ করা হবে।’এরপর ডাকাতরা তাকে চুপ থাকতে বলে কম্বলের মধ্যে মা ও মেয়েকে মুখ লুকিয়ে রাখার নির্দেশ দেয়। তাদের একজন অস্ত্র হাতে মা ও মেয়েকে পাহারা দিচ্ছিল। পাশের ঘরে ছিলেন স্বামী হাবিবুর রহমান। আগে একটি দুর্ঘটনায় তিনি ডান পা হারান,ক্র্যাচে ভর দিয়ে চলেন। ডাকাতরা সেই ঘরে গিয়ে তার চোখ ও হাত বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি খুলে নগদ দুই লাখ টাকা এবং দশ বরি সোনার গহনা নিয়ে চলে যায়।

গৃহবধূ জানান, ভোর সাড়ে চারটার দিকে ডাকাতরা চলে যায়। এরপর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে সংবাদ দেয়।

ঘটনা শুনে প্রথমে স্থানীয় চাঁদপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে যশোরের পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার,কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান,ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ডাকাতির ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি ওই বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ৭/৮ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে গেছে। পুলিশ আশপাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার চেষ্টা করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত