মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৬: ৩৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পুরাতন মহাসড়কে গত শুক্রবার গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর আরো কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত