আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, পুলিশ আসায় রক্ষা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, পুলিশ আসায় রক্ষা

কালীগঞ্জ-জীবনগর মহাসড়কের কাকিলাদাড়িতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলো একাধিক ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনের যাত্রীরা।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও মহেশপুর থানা সূত্রে বলছেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স, রয়েল, পূর্বাশা, গোল্ডেন লাইন, ঝিনাইদহ লাইনসহ একাধিক পরিবহন মহেশপুর উপজেলা কাকিলাদাড়িতে ডাকাতদের কবলে পড়ে। এ সময় দ্রুত পুলিশের গাড়ি ঘটনাস্থলে এলে ডাকাতের দল পালিয়ে যায়।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত কাকিলাদাড়ি ব্রিজের কাছে সড়কে গাছ কেটে ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনের বাসে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওঠার চেষ্টা করে। যাত্রীরা এ সময় চিৎকার শুরু করলে পুলিশের গাড়ি ঘটনাস্থলে এসে যায়। এ সময় পুলিশ দেখে ডাকাতরা পালিয়ে যায়।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, রাত ৩টার দিকে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। গাছ অপসারণ করে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন