আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গায় শিশুকে জিম্মি করে ডাকাতি, নারীসহ আহত ৫

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় শিশুকে জিম্মি করে ডাকাতি, নারীসহ আহত ৫

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুয়েত ফেরত প্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে দেড় বছরের শিশুকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকাসহ ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে ডাকাতির এ ঘটনায় রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত পৌনে চারটার দিকে ১০-১৫ জন ডাকাত বাবুল মাতুব্বরের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। এরপর দেড় বছরের আনিশাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী ও শিশু আনিশা আহত হয়।

প্রতিবেশী আনোয়ার মাতুব্বর বলেন, ভোর রাতে বাবুল মাতুব্বরের বাড়িতে ডাকাত ডাকাত চিৎকার শুনে তারা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন। এ সময় গ্রামে খবর ছড়িয়ে পড়লে লোকজন আসতে থাকেন।

গৃহবধূ রোজিনা বেগম বলেন, বাড়ির সবাই তখন ঘুমিয়ে ছিল। দরজার খিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে অস্ত্র দিয়ে আমার ওপর আঘাত করে। এ সময় সবার ঘুম ভেঙে গেলে আমার ঘুমন্ত নাতিনের বুকে ডাকাতরা অস্ত্র ধরে টাকাসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন