কালীগঞ্জে ধরা পড়লো তিন ডাকাত, পালিয়েছে ৭

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০: ৩১

ঝিনাইদহ কালীগঞ্জ শহরের বেজপাড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত দলের তিনজনকে আটক করে।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ১০ জন ডাকাত বেজপাড়া আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার স্বর্ণের চেইন, কানের দুল, নেকলেস ও আংটি নিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসী ধাওয়া দিয়ে তিনজনকে ধরে মারপিট করে।

আটক অন্যতম ডাকাত সদস্যরা হলো শাহাবুর মন্ডল, রানা হোসেন ও তুষার আহাম্মেদ সাকিব। এর মধ্যে তুষার আহাম্মেদ সাকিব এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে। রানা হোসেন মালয়েশিয়া গিয়ে ফেরত এসেছে।

আটক ডাকাতরা বলেন, ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রোকনের নেতৃত্বে হরিণাকুন্ডু উপজেলার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের মহিউদ্দিন সর্দারের ছেলে রানা হোসেন, সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের ওবায়দুল মন্ডলের ছেলে তুষার আহাম্মেদ সাকিব, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে তৌহিদ হোসেন, মহামায়া গ্রামের কুরবান আলী, তরিকুল ইসলামসহ ১০ জন ডাকাতিতে অংশ নেয়। এদের মধ্যে তিনজনকে আটক করেছে গ্রামবাসী।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনজনকে গ্রামবাসী আটক করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত