আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা লোহার দরজা জানালা কেটে প্রতিটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। পরে ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত তিনটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জেটির রাস্তা এলাকায় লাল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় গৃহকর্ত্রী হামিদা বেগম বাদী হয়ে রামু থানায় এজাহার দিয়েছেন।

রশিদনগরের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী লাল মিয়ার স্ত্রী হামিদা বেগম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েন তারা। এ সুযোগে গতকাল রাত তিনটার দিকে ডাকাত দল তার বাড়ির লোহার দরজা জানালা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সব কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদসহ ১০ লাখ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে যায়।

হামিদার ছেলে মোহাম্মদ ফয়সালের স্ত্রী তানিয়া সুলতানা ও বোন রেশমী জানান, পাঁচ ছয়জন অস্ত্রধারী ডাকাত রাত তিনটার দিকে গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ব্যাপক মারধর করে।

রামু থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফ হোসেন জানান, এই ঘটনা নিয়ে একটি এজাহার পেয়েছি, তদন্তও চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন