রামুতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩৯

কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা লোহার দরজা জানালা কেটে প্রতিটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। পরে ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত তিনটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জেটির রাস্তা এলাকায় লাল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় গৃহকর্ত্রী হামিদা বেগম বাদী হয়ে রামু থানায় এজাহার দিয়েছেন।

রশিদনগরের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী লাল মিয়ার স্ত্রী হামিদা বেগম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েন তারা। এ সুযোগে গতকাল রাত তিনটার দিকে ডাকাত দল তার বাড়ির লোহার দরজা জানালা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সব কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদসহ ১০ লাখ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে যায়।

হামিদার ছেলে মোহাম্মদ ফয়সালের স্ত্রী তানিয়া সুলতানা ও বোন রেশমী জানান, পাঁচ ছয়জন অস্ত্রধারী ডাকাত রাত তিনটার দিকে গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ব্যাপক মারধর করে।

রামু থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফ হোসেন জানান, এই ঘটনা নিয়ে একটি এজাহার পেয়েছি, তদন্তও চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত