দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

অনলাইন মনিটরিংয়ে বিদেশগামী যাত্রীদের টার্গেট, বাসে ছিনতাই-লুট

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২৩: ১৬

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর পৃথক দুই অভিযানে ১০১ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয়জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলো— মফিজুল ইসলাম জামিল বাবু (২৮), সাইফুল ইসলাম সাকিব (২৫), মো. মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭) ও মনির হোসেন (৫৭)। তাদের কাছ থেকে ৫টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছুরি, একটি সুইচ গিয়ার এবং একটি বড় দা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই দমন অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা ছয়জন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা দীর্ঘদিন ধরে মেঘনা ব্রিজ এলাকায় কৃত্রিম যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনে হামলা চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুটপাট করতো। কখনও তারা গাছের গুড়ি ফেলে নিজেরাই যানজট তৈরি করতো এবং অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করতো।’

আরেক অভিযানে সোনারগাঁও থানার মেঘনা টু বটতলা সড়ক থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব জানায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত