উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে তাণ্ডব চালিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১০–১৫ জনের একটি দল নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা তল্লাশির নামে নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে বন্দি করে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দু’লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
বিয়েবাড়ির স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধ করেনি।
বর আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ডাকাতদের সামনেই ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। অস্ত্র তাক করলে তারা পিছিয়ে যায়।’
তার ভাই আলমগীর জানান, ‘বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ডাকাতরা হানা দেয়।’
ঘটনার পর কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ওসি দ্রুত স্থান ত্যাগ করেন।
এসি জামাল উদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে তাণ্ডব চালিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১০–১৫ জনের একটি দল নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা তল্লাশির নামে নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে বন্দি করে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দু’লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
বিয়েবাড়ির স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধ করেনি।
বর আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ডাকাতদের সামনেই ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। অস্ত্র তাক করলে তারা পিছিয়ে যায়।’
তার ভাই আলমগীর জানান, ‘বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ডাকাতরা হানা দেয়।’
ঘটনার পর কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ওসি দ্রুত স্থান ত্যাগ করেন।
এসি জামাল উদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩০ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৬ মিনিট আগে