আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি
ছবি: আমার দেশ।

নরসিংদীর শিবপুর তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামে এই ডাকাতি সংঘটিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শালুরদিয়া গ্রামের নজরুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করে শিবপুর মডেল থানার এসআই ইসমাইল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির ৫ ভাইয়ের মধ্যে ৩ ভাই বাড়িতে থাকলেও ডাকাতির সময় ২ ভাই বাড়ির বাইরে ছিলেন। এই সময় ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার পর এখনো কেউ অভিযোগ করেনি।

এছাড়া শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর আক্তার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানান এসআই ইসমাইল হোসেন।

জানা যায়, ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাত দল রাত ২টার দিকে নজরুল ইসলামের ঘরের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নজরুল ইসলামের বৃদ্ধ মা হামিদা বেগমকে গলায় ছুড়ি ধরে স্বর্ণের চেইন নিয়ে যায়। এসময় ঘরের আলমারি, সুকেস ও অন্যান্য জিনিস পত্র ভাংচুর করে ডাকাত দল দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ হাজার টাকা ও দুইটা মোবাইল নিয়ে যায়।

অপরদিকে, তার ভাই আমিনুল ইসলামের ঘরের তালা ভেঙে ভিতরে ভাংচুর চালায় এবং সুকেস থেকে নগদ ৫০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে তাজুল ইসলামের ঘরের দরজা ভেঙে ঘরে ডুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতপা বেধে ফেলে। এসময় ডাকাতদল ঘরের আলমারি ও সুকেস ভেঙে নগদ ২০ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ডাকাতির বিষয়ে নজরুল ইসলামের মা হামিদা বগম জানান, ১০/১২ জনের একটি ডাকাত দল রাম দা, শাবল ও রড দিয়ে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আমার গলায় দা ধরে চর থাপ্পড় মারে। ঘরে ভাংচুর চালায়, লুটপাট করে।

তাজুল ইসলাম জানান, ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাকে মারপিট করে হাত পা বেধে ফেলে আলমারি ও সুকেস ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শিবপুর মডেল থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...