দেবিদ্বারে ডাকাতি, ২৮ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৩: ১৭

কুমিল্লা দেবিদ্বার-চান্দিনা সড়কে এক সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে নগদ টাকা, রিয়েল, ডলারসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) ভোরে দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কের নবিয়াবাদ স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।

আশিকুর রহমান জানান, সৌদি থেকে এসে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা বিমানবন্দরে নামেন তিনি। পরে প্রবাসী ট্যাক্সি দিয়ে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুরে রওনা দেন। ভোর ৪টায় দেবিদ্বার-চান্দিনা সড়কের নবিয়াবাদ স্টিলব্রিজ এলাকায় তাদের গাড়িটির গতিরোধ করে ১০-১২ জন ডাকাত। এ সময় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশিকুরের ইকামা, ব্যাংক কার্ড, আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, রিয়েল, ডলার, ল্যাপটপ, মোবাইলসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে এ বিষয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত