আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোসল করতে নেমে নানী-নাতির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
গোসল করতে নেমে নানী-নাতির মৃত্যু

লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)।  আল আমিনের বাবার বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে। তিনি ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান,পুকুরে ডুবে নানী ও নাতির মৃত্যুর ঘটনায় লালপুর থানায় একটি  ইউডি মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন