জয়পুরহাটে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯: ২৯

জয়পুরহাটে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় গৌরবময় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলি দিবসটির স্মরণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সম্মিলনের আয়োজন করে। শহীদ পরিবারের সদস্যরাও আহত জুলাই যোদ্ধাদের বরণ করে নেয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিল্পকলা অ্যাকাডেমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মেলন, পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চেধৗুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ রিতা আখতারের মা রেহেনা বেগম, শহীদ বিশালের দাদু আব্দুল মতিন, জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, আসিফ মনির, হাসিবুল হক সানজিদ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘জুলাই মাস শুধু একটি সময় নয়, এটি বাংলার মানুষের গণজাগরণ ও স্বৈরশাসনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের ঐতিহাসিক প্রতীক। আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে আসতে দেয়া হবে না সেই প্রতিজ্ঞার দিন। এ মাসে যারা প্রাণ দিয়েছেন, তারা আজীবন আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকালে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল র‍্যালি স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিড়িয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা আমির ডা. ফজলুর রহমান, সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহ-সেক্রেটারি হাসিবুল আলম লিটন বক্তৃতা করেন। বিকেল ৫টায় জেলা বিএনপি এক বিশাল র‍্যালির আয়োজন করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সমাবেশে মিলিত হয় র‍্যালিটি।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত