আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব বিস্ফোরক উদ্ধার করে।

বিজ্ঞাপন

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারনলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম দৈনিক আমার দেশকে জানান, মহিষমারী ব্রিজের সড়কের পাশে একটি ব্যানার টাঙানো অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যানারটির পাশ থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া চলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন