পোরশায় ৬০ মাদরাসা শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৮: ২১

নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদরাসা) মাদ্রাসার অন্তত ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের ধারণা, খাবারের মধ্যে কোনো জীবাণুর সংক্রমণের কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদ্রাসাটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রথমে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর দুপুরে ২৮ জন, বিকেলে ১২ জন এবং বুধবার আরও ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হন।

মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের মাদরাসায় প্রায় এক হাজার ৬০০ শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীসহ শতাধিক মানুষ আছেন। সবাই মাদরাসার খাবারই খান। কিন্তু হঠাৎ করে কেবল ৬০ জন শিক্ষার্থী কেন অসুস্থ হলো, তা আমরা বুঝতে পারছি না।'

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ মাদরাসাটি পরিদর্শন করেছেন এবং খাবার ও পানির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত