আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার এবং পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ।

বিজ্ঞাপন

গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে এ পথ দিয়ে সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এসময় বেশ কয়েকটি ট্রেন পাশের ষ্টেশনগুলোতে আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। খবর পেয়ে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এর দুই ঘন্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন