বোরখা-হিজাব পরিহিত ভিখারীর প্রতারণা: নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১: ২১

পাবনার ঈশ্বরদীতে ভিখারী সেজে প্রতারণার মাধ্যমে দু’লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক অজ্ঞাতপরিচয় নারী উধাও হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার নারিচা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারিচা মহল্লার বাসিন্দা নাসিমা বেগমের বাড়িতে দুপুরে এক ভিখারী বেশধারী নারী প্রবেশ করেন। সে সময় বাড়িতে নাসিমা বেগম ছিলেন না। তবে তার ছেলে আমিনুল ইসলাম আমিনের স্ত্রী নুসরাত জাহান রূপন্তি বাড়িতে একা ছিলেন। সুযোগ বুঝে ভিখারী সেজে আসা ওই নারী রূপন্তিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে দেন। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

গৃহবধূ নুসরাত জাহান রূপন্তি বলেন, ‘বোরখা ও হিজাব পরিহিত এক ভিখারী দরজায় আসেন। আমি একা থাকায় তাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চাল আনতে যাই। এরপর হঠাৎ জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি আমার শাশুড়ি মাথায় পানি ঢালছেন। তখন জানতে পারি নগদ টাকা ও স্বর্ণালংকার সব নিয়ে গেছে।’

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ভিখারী বেশে এক নারী প্রবেশ করে প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। দ্রুত ওই নারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা দরকার এবং দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত