পত্নীতলা সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৬

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ভারত থেকে ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ কর্তৃক ভোররাতে ভারত থেকে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে।

পরে বিজিবির টহল দল এসব নাগরিককে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশ থেকে আটক করে।

আটককৃতরা হলেন মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃদুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), (ঞ) মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০)। এদের বাড়ি নাটোর জেলায়। মো. মিরাজ শেখের (১৮) বাড়ি পাবনায়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।

পরে আটককৃত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে নাগরিকত্বের সঠিকতা নিশ্চিত পাওয়া যায়।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুরর রহমান 'আমার দেশ'কে বলেন, 'পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত ভারত সীমান্ত থেকে পুশইন করা বাংলাদেশি ১৬ নাগরিকদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত