আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্ত্রী-কন্যাসহ ফেন্সিডিল ব্যবসায়ী আলম সেনাবাহিনীর হাতে আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া

স্ত্রী-কন্যাসহ ফেন্সিডিল ব্যবসায়ী আলম সেনাবাহিনীর হাতে আটক

বগুড়া সিউজগাড়ি পাল পাড়ায় স্ত্রী ও কন্যাসহ ফেন্সিডিল ব্যবসায়ী আলমকে আটক করেছে সেনাবাহিনী। তবে আলমের ছেলে নয়ন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বুধবার এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, অনেক বছর ধরেই ফেন্সিডিলের ব্যবসা করে আসছেন আলম। অবৈধ ব্যবসা করে বর্তমানে দুজন স্ত্রী ও তিনটি বাড়ি রয়েছে আলমের। আলমের সঙ্গে এলাকার অনেকেই ব্যবসায় জড়িত। তারা বাদুরলা, চকসুএাপুর, সেউজ গাড়ি, চেলোপাড়া ও কামারগাড়ীতে অবস্থান করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির আমার দেশকে বলেন, অভিযান চালিয়ে আলমসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন