আত্রাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ চরমে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪: ০৪
আপডেট : ২১ জুন ২০২৫, ১৪: ৩৮

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বেহালদশা হয়ে রয়েছে। চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এ দুর্ভোগ আরো প্রকট আকার ধারণ করেছে।

জানা যায়, রাণীনগর উপজেলার মিরাট ও আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে ওই অঞ্চলের লোকজনের বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে।

বিজ্ঞাপন

এদিকে সড়কটি সংস্কারের নামে খনন করে মরণফাঁদে পরিণত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ সংস্কার কাজে মন্থরগতি আমাদের ভোগান্তিকে বাড়িয়ে দিয়েছে। রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ রাস্তা সংলগ্ন স্থানে রয়েছে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফলে রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ার পরও সংসারের নামে জনভোগান্তিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক আনোয়ার হোসেন বলেন, আমাদের কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। চলতি বৃষ্টি মৌসুমে

রাস্তাটিতে অনেক কাদা হওয়ায় অনেক সময় তাদের পোশাক পরিচ্ছদ নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করেছি। উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, বিভিন্ন কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সংস্কার কাজ বিলম্বিত হতে পারে। তবে জনদুর্ভোগ লাঘবে আমরা কাজে গতি বাড়ানোর চেষ্টা করছি। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) রাকিবুল হাসান বলেন, রাস্তাটির কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অল্প দিনের মধ্যেই এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

বিষয়:

সড়ক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত