আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার মাদক জব্দ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাতে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মেহেদী হাসানের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৬/১ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকার মাঠ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি।

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, চকশব্দল গ্রামে মাঠের সরিষাক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে বিজিবি ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানার পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যার সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা।

একই রাতে অপর এক অভিযানে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে সীমান্ত পিলার ২৭২ এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে উস্তমাবাদ এলাকা থেকে মালিকবিহীন ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন