শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২২: ১৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাসান মাহমুদ নীরব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ও রহস্য— এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালপুর উপজেলার তেনাচুরা কামারহাটি (আব্দুলপুর) এলাকায় শ্বশুর তৈয়ব আলীর বাড়িতে। নীরব বাগাতিপাড়া উপজেলার খাটখৈইড় গ্রামের রবিউল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির ছেলে। কয়েক মাস আগে তিনি লালপুর উপজেলার তেনাচুরা কামারহাটির মীম আক্তারকে (১৮) বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। তখন ঘরে ছিলেন শুধু নীরব ও তার স্ত্রী মীম আক্তার। মীম বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষণ ডাকাডাকি করেও নীরবের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে নীরবের লাশ।

পরে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলের কোনো নেশা বা খারাপ অভ্যাস ছিল না। সকালে কলেজে গিয়েছিল। দুপুরে বাড়ি এসে শ্বশুরবাড়িতে যায়। বিকালে খবর পাই সে আত্মহত্যা করেছে! এটা বিশ্বাস করার মতো নয়। আমার ছেলেকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এর বিচার চাই।”

নীরবের শাশুড়ি বলেন, আমরা সবাই এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে আড়ানী গিয়েছিলাম। পরে জানতে পারি নীরব আত্মহত্যা করেছে। কীভাবে বা কেন করেছে, তা আমরা জানি না। আমার মেয়ে মীমও কিছু বলছে না। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত