১৮০০ দুস্থ নারীর মুখে ঈদের হাসি

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২০: ৩৩

ঈদুল ফিতর সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৮০০ দুস্থ নারীর মুখে হাসি ফুটিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নারীদের হাতে নতুন শাড়ি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এতে স্বস্তির কথা জানিয়েছেন তারা।

ইউএনও বলেন, সবাইকে ঈদের আনন্দে শামিল করতেই এ উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রত্যেকেরই উচিত প্রতিবেশীর খোঁজখবর নেয়া ও হতদরিদ্রদের পাশে থাকা। সমাজের স্বাবলম্বীরা এগিয়ে এলে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন না।

উপহার নিতে আসা নারীরা বলেন, এবার ভেবেছিলাম নতুন কাপড় পরে ঈদ করা সম্ভব হবে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শাড়ি পেয়ে আমরা খুবই আনন্দিত। এর আগেও শীতে আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করে কম্বল দিয়েছিল। এবারের ঈদে নতুন শাড়ি দিয়েছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সব সময় সুস্থ রাখেন।

সখিনা বেগম বলেন, অনেক আগে স্বামী মারা গেছেন। সহায়-সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করি। এবার ঈদ উপলক্ষে নতুন শাড়ি পেয়ে খুবই খুশি। যারা শাড়ি দিয়েছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করবো।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, প্রধান শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত