আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদলগাছীতে সিএনজি-‍ভুটভুটির সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, নওগাঁ

বদলগাছীতে সিএনজি-‍ভুটভুটির সংঘর্ষে নিহত ২

নওগাঁর বদলগাছীতে সিএনজি-‍ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়। সিএনজি চালককেও ওই এলাকায় কেউ দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা মাঝ বয়সী দুজন পুরুষ ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আনিসুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন