আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

‎বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজে স্টেশনের মাঝামাঝি নতুনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছেন।

‎তিনি বলেন, অল্পের জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রেলযাত্রীরা। এটি দুর্বৃত্তদের ইচ্ছাকৃত নাশকতার চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন

‎এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া জেলার স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।

‎এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন