ধামইরহাটে যুবকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৩: ০১
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৩: ০২

নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত নিতাই উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাসপাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান।

পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে।

নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আওতায় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। সেপ্টেম্বর মাসে সেই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, খরব পেয়ে পুলিশ লাশ থানা হেফাজতে আনেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত