সিরাজগঞ্জ পৌর এলাকায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাজার ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোনা সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ মার্চ একটি মাদক মামলায় মো. সোনাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন। গতকাল ১১ জানুয়ারী সন্ধ্যায় শহরের বাজার ষ্টেশন থেকে সোনাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

