আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির নেতাকর্মীর হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০), নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় হ্যাঁ ভোটের প্রচার করতে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে জামায়াতের ৭ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, নির্বাচনের প্রচার নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তাদের ওপর হামলা চালানো কিংবা মারপিটে আহত করার অভিযোগ সঠিক নয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের প্রচার নিয়ে দুই দলের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি আমারা খতিয়ে দেখছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন