পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১: ৫৫

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যানগাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয়রা জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী, পুলিশ, হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী মারা যান।

নিহতের বাড়ি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামে এবং তার বাবার নাম রশিদুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, 'এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।'

ওসি এনায়েতুর আরও বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত