আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার শিমুলতলী বিওপির মেইন পিলার ২৫৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কাশিপুর গ্রামের নলপুকুর বুড়ল দিঘী থেকে ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর সদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুবেদার মো. তহুরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন।

এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন। মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...